ভাবনা ছিল বিশ্বকাপ পরিকল্পনায় না রাখার। কিন্তু ভক্তদের চাপ, তামিম ইস্যু, তরুণদের ফর্ম এবং মাহমুদউল্লাহর ব্যাটিং, সবকিছু মিলিয়ে মিনহাজুল আবেদনী নান্নুর নির্বাচক প্যানেল সফল হয়নি। মাহমুদউল্লাহকে রেখেই সাজায় বিশ্বকাপ দল। অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে সফল টাইগার ব্যাটার।
গতকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি হার দেখেছে বাংলাদেশ। হারের ম্যাচে নিজ আলোয় আলোকিত ছিলেন মাহমুদউল্লাহ। খেলেছেন ১১১ রানের অনবদ্য এক ইনিংস। তার ওই ইনিংসের পর আলোচনায় আসে বিশ্বকাপে তাকে না রাখার প্রসঙ্গটি। মাহমুদউল্লাহ জানিয়েছেন, তার অনেক কিছু বলার আছে তবে এখনই না।
মাহমুদউল্লাহর ভাষ্য ছিল ঠিক এমন, ‘এই বিষয়ে কথা বলার সঠিক সময় না এখন। অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই আমি কিন্তু এখন কথার বলার উপযুক্ত সময় না। এখন যেটা বলতে পারি যে আমি দলে অবদান রাখতে চেয়েছিলাম। আমি আরও অবদান রাখতে পারলে খুশি হতাম।’