দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল সাইডে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন এই অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুললেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, জয়ার গৌর মুখাবয়বে ছড়িয়ে পড়েছে লালচে চুল। তাতেই ‘নিশা’ লেগেছে নেটাগরিকদের মনে। আবার আলতো করে কামড়েও ধরেছেন দু-আঙুলের সরু মুঠি। আর তার ভুবনভোলানো হাসি থেকে যেন ঠিকরে পড়ছে দুপুরের রোদ। চোখ থেকে গলে পড়ছে জ্বলজ্বলে আবেদন
এক অন্তর্জালবাসী জয়ার উদ্দেশে লিখেছেন, ‘চিরসবুজ কবিতার মতো সুন্দর জয়া/ চোখেমুখে লেখে আছে অদ্ভুত মায়া!’
আরেক নেটিজেন লিখেছেন, ‘আমাদের পড়ালেখার পাশাপাশি আপনার বয়সটাও থেমে গেছে।’
এমন অসংখ্য প্রশংসাসূচক বাক্যে ভরে উঠেছে জয়ার কমেন্টবক্স। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় বর্তমানে ওপার বাংলায় নিজের দ্যুতি দেখিয়ে চলেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।