Monday , April 14 2025
Breaking News

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিবর্তন হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া ও স্বাস্থ্যে পরিবর্তন আসতে পারে বলেও শোনা যাচ্ছে।

আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে আরো পাঁচজন উপদেষ্টা শপথ গ্রহণ করবেন।

সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে দায়িত্বে কিছুটা পরিবর্তন আসছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি।এছাড়া নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলামও।

শপথ নিতে যাওয়া উপদেষ্টাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান।

এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এ সময় প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ গ্রহণ করেছিলেন।

ওইদিন তাদের মন্ত্রণালয় বণ্টন করা হয়। তবে পরবর্তীতে একাধিকবার উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়। উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরো চার উপদেষ্টা।

SHARE

About bnews24

Check Also

কোনো ছাড় নয় দুষ্কৃতকারীদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *