ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সোমবার (৯ মে) সন্ধ্যায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মিলাদ মাহফিলে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল (১০ মে) সকালে ভারতের অন্ধপ্রদেশে আঘাত হানতে পারে। এর পর দুর্বল হওয়ার হয়ে যাবে।
বিজ্ঞাপনতাই বাংলাদেশে এটি আঘাত হানার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধপ্রদেশের দিকে অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবেলায় সরকার মানুষের জান মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিল।
সব শেষে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।