বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটড। ইংল্যান্ড ও ইউরোপে দারুণ সাফল্য পাওয়া দলটি এবার নাকি অস্ট্রেলিয়ার লিগে দল গঠন করতে চায়।
অস্ট্রেলিয়ার সংবদমাধ্যম নিউজ ডটকমের খবরে জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেড মালিক গ্লেজার্সরা এ-লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মালিকানা নিতে আগ্রহী। ম্যানচেস্টার সিটির মালিকানায় থাকা মেলবর্ন সিটি এ-লিগে খেলছে। সেই পথে যাচ্ছে ম্যানইউ।
অস্ট্রেলীয় লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স আর্থিক সমস্যায় জর্জরিত। তাই নাকি তারা নতুন মালিকানার সন্ধান করছেন। ম্যানইউর কর্মকর্তাদের সঙ্গে নাকি তাদের কথা চলছে।
মেরিনার্স ক্লাবের অন্যতম মালিক শন মিলেকাম্প এ ব্যাপারে বলেন, ‘দলের চেয়ারম্যান অনেকের সঙ্গে কথা বলেছেন। তবে এখন পর্যন্ত তা গুজব ছাড়া আর কিছুই না।’
মেরিনার্স দল সিডনি থেকে ৯০ কিলোমিটার দূরে গোসফোর্ড নামক এক জায়গায় খেলে। ম্যানইউ দলটির দায়িত্ব নিলে ক্লাবটি সিডনির উত্তর উপকূলবর্তী এলাকায় স্থানান্তরিত হতে পারে। নর্থ সিডনি ওভাল বা ব্রুকভেল ওভাল নামের দুই মাঠের একটিতে নিজেদের ম্যাচ খেলতে পারে তারা।