অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বুধবার (১৩ নভেম্বর) দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, আজ পিসি দাবানল এলাকায় আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি বলেন, আমরা পাইলটের অবস্থা জানার চেষ্টা করছি।ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে এবিসি নিউজের সাংবাদিক ড্যান স্মিথ জানান, আমরা বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছি। পাইলটের অবস্থা স্থিতিশীল।