Monday , December 23 2024
Breaking News

আইএমএফ বিশ্ব অর্থনীতি নিয়ে সুখবর দিল

২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে গত অক্টোবরে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তবে, সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, ‘যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে।

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ বলেছে, ‘আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে সেটা ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে।’

আইএমএফ বলছে, ‘২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে সেই হার কমে ২ দশমিক ৯ শতাংশ হবে। আর ২০২৪ সালে সেটা ৩ দশমিক ১ শতাংশ বাড়বে।’

সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, ‘মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে। টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে।’

তবে, আইএমএফ বলছে ‘ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদ হারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে।’

আইএমএফের প্রতিবেদন বলছে, ‘চলতি বছর রাশিয়ায় শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। যদিও গত অক্টোবরে সংস্থাটি, এ বছর রাশিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা ছিল।’

আইএমএফ এর ধারণা, জার্মানি ও ইতালি এই বছর মন্দা এড়াবে। গতবছর ইউরোপের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি সহনশীলতা দেখিয়েছে।

SHARE

About bnews24

Check Also

১৬৫৫ টন চাল আমদানি ভারত থেকে

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৭ দিনে ভারত থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *