যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবারই এ সংক্রান্ত ঘোষণা দেবেন তিনি। গত শুক্রবার ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা জেসন মিলার এ কথা বলেন।
আগামী নির্বাচনের সময় ট্রাম্পের বয়স হবে ৭৮ বছর।
বিজ্ঞাপনএই সপ্তাহে অনুষ্ঠিত কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এসময় ট্রাম্প বলেন, আগামী মঙ্গলবার ‘খুব বড় একটি ঘোষণা’ দেবেন তিনি।
‘ওয়ার রুম’ নামের জনপ্রিয় অনলাইন অনুষ্ঠানে ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যাননকে মিলার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মঙ্গলবার একটি ঘোষণা দিতে যাচ্ছেন। ’
তিনি আরো বলেন, ‘এটি একটি খুব পেশাদার এবং আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। ’
মিলার বলেন, ডোনাল্ড ট্রাম্প তাঁকে বলেছেন, ‘কোনো প্রশ্ন করার অবকাশ নেই, অবশ্যই আমি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ’