আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার ১০ শে ফেব্রুয়ারী ২০২০ মধ্যরাতে নিজ বাড়ির শয়ন কক্ষে তাকে হত্যা করা হয়। নিহত আরিফুল ইসলাম উপজেলার বাঁকা গ্রামের আবু বক্কর সির্দ্দিক মেম্বারের ছেলে। স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির শয়ন কক্ষে খাট থেকে নামিয়ে তাকে গলা কেটে হত্যা করে। নিহত আরিফুল ইসলাম আত্রাই মৎস আড়ৎয়ে তার মাছের ব্যবসা ছিল। আড়ৎ থেকে রাতে তিনি তার নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বতরা তাকে প্রথমে এলোপাথাড়ি মারধর করে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেম উর্দ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই থানা থেকে সোমবার সকালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি ওসি।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …