রেজাউল করিম আত্রাই প্রতিনিধিঃ ২০২০ সালের নতুন বছরের প্রথম দিনে বুধবার আনুষ্টানিক ভাবে আত্রাই উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্নহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র যোনে স্মৃতির ফেমে স্থান পাওয়ার মতো একটি জীবনের সবচাইতে বড় অধ্যায়। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌছে দিয়ে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব জননেত্রী শেখ হাসিনা সফলতা অনন্য রেকর্ড করেছে। সরকারী ভাবে এতো বই ছাপিয়ে বাধাঁই করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই। ছাত্র-ছাত্রীরা নেচে গেয়ে, আনন্দ উল্লাস করে লাল সবুজ প্লোকার্ড ফেষ্টুন নেড়ে এবং বেলুন উড়িয়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। প্রধান শিক্ষক শ্রী গৌতম কুমার সরকার ও -সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল মাষ্টার এর হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উর্চ্ছোসিত হয়। ২৭৫ জন শিক্ষার্থীদের মধ্যেই নতুন বই পুস্তক উচু করে নাড়াতে থাকে তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। এসময় উপস্তিত থেকে নতুন বই বিতরণ করেন ৭নং কালিকাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ছবের আলী, -সহকারী প্রধান শিক্ষক আঃ সালাম মন্ডল, -সহকারী শিক্ষক মোঃ আব্দুল বারী, মোঃ আঃ সামাদ বাগ,মোঃ সোহরাফ হোসেন প্রাং, আঃ মান্নান, মোঃ সাইদুর রহমান,মোঃ সোহরাফ হোসেন মীর, শ্রী গৌতম কুমার শিক্ষিকা মোছাঃ রহিমা থাতুন, মোছাঃ শাকিলা,শ্রীমতি সুমিত্যা রানী, এ ছাড়া অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …