রেজাউল করিম (আত্রাই) প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বুক চিরে যুগযুগ ধরে প্রবাহমান আত্রাই নদী আপন মহিমায় বয়ে চলেছে তার গতিধারা। প্রতিবছর বর্ষা মৌসুমে শুরু হলে এলাকাবাসীকে নির্ঘুম রাত যাপন করতে হলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছে যুগের পর যুগ। তাদের উদাসিনতায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও খনন না করায় নদী ভরাট হয়ে প্রতিবছর বাঁধ ভেঙ্গে মানুষের বাড়ী ঘর জান মাল মাটির সাথে মিশে দেয় বলে এলাকার লোকজন অভিযোগ করেন। এলাকা সূত্রে জানা গেছে.কৃষককের ভাগ্য উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের গৃহিত সিন্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ড সত্তরের দশকের মান্দা থেকে সিংড়া পর্যান্ত নদীর দুইধারে বাঁধ তৈরী করে। এ সময় বাগমারা, মান্দা, আত্রাই ,রাণীনগর, নন্দীগ্রাম, সিংড়া এবং নাটোর সদর উপজেলার নদীর মোহনায় পানির প্রবাহ ঠিক রাখতে আত্রাই নদীর উপর সাহেবগঞ্জ, আহসানগঞ্জ, কলেজপাড়া শুটকিগাছা, নন্দলালী, বান্দাইঘাড়া , ভবানীপুর -মির্জাপুর এবং গোড় নদীর উপর কাশিয়াবাড়ি, ইসলামগাঁথী এবং সমসপাড়া নামক স্থানে সুইচগেট নির্মাণ করে প্রবাহমান নদীর পানি চলাচল সচল রাখে। শুরুতে সুইচগেটের চাবি সময় মত সরবরাহ করে পাল্লাগুলো ফাঁকা করে দেওয়া হলেও বর্তমানে অসাধু প্রভাবশালী মহলের কারণে সেগুলো কার্যকারিতা নাই। প্রতি বছর অল্প বন্যা হলেই নদীর বাঁধ ভেঙ্গে মাঠের ফসল সহ- বাড়ী ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়। যে কারনে লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নিয়ে এলাকার কৃষকরা থাকেন উদ্বেগ আর উৎকন্ঠায়। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলে প্রশাসন সহ- উর্ধতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও কার্যত এর বাস্তব কোন সমাধান আজও মিলেনি বলে অভিযোগ রয়েছে। গত সরকারের আমলে কৃষকের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নওগাঁ -৬ ( আত্রাই – রাণীনগর) এর উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি নদী খনন কাজ শুরু করেন। কিন্তু মাত্র ৩/৪ কিলোমিটার খনন করতেই অদৃশ্য কারনে তা বন্ধ হয়ে যায়। বিভিন্ন গ্রামের কৃষক অভিযোগ করে বলেন, নদীতে গেটকরার করার আগে মাঠে ধীরে ধীরে পানি আসতো ধান ও ধীরে ধীরে বেড়ে উঠতো। গেট করার ফলে একদিকে রক্তদহ বিলের পানি এসে মাঠ ভরে যায় সেই সাথে গেটগুলো সময় মত খুলে দিয়ে ইচ্ছেমত খোলার কারণে মাঠ ধান ডুবে যায়। পানির প্রয়োজনে গেট খুলতে বললে বলে চাবি নাই। আবার চাবি থাকলে সেটা কাজ করছে না। নওগাঁ – ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি এর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আর্কশন করেন এবং দ্রুত প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহকরেনআহবাণ জানান। এলাকাবাসী কৃষি ও কৃষকের দুঃখ দুর্দশা লাঘবে বাঁধ ভাংগন রোধে অতিদ্রুত আত্রাই নদীর খনন কাজ সমাপ্ত এবং সুইচগেট গুলো সংস্কার করণে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …