রেজাউল করিম আত্রাই :
নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাইকড়া ফুটবল মাঠে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। আগামী (৫ইএপ্রিল২০২১) রোজ(সোমবার) বাদ আছর হইতে রাত্রী ১ টা পর্যন্ত। পাইকড়া ফুটবল মাঠে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে তাফসির প্রেস করবেন প্রধান বক্তাঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন , আল্লামা নুরুল ইসলাম কাশেমী, ভাষ্যকার বাংলাভিশন ও বৈশাখী টিভি, খতীব বায়তুল ফালাহ” জামে মসজিদ, রায়েরবাগ, ঢাকা।
অনুষ্ঠানে আরও তাফসির প্রেস করবেন দ্বিতীয় বক্তাঃ অধ্যাপক মুফতী লোকমান হোসাইন, ভাষ্যকার, এটি এন বাংলা, গাজী টিভি ও এশিয়ান টিভি, পেশ ঈমাম ও খতীব, পূূর্ব গোড়ান ঝিলপাড়া জামে মসজিদ খিলগাঁও, ঢাকা।
পাইকড়া ফুুটবল মাঠ এলাকার -সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে তাফসির প্রেস করবেন।
উক্ত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে পাইকড়া বড়াইকুড়ি তাওহীদ ফাউন্ডেশনের আলহাজ্ব মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আত্রাই উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ নাজমুল হক নাদিম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত থাকবেন, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুল হক (দুলু)। প্রধান পৃষ্ঠপোষকতায়ঃ ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পাইকড়া বড়াইকুড়ি দক্ষিণ পাড়া গ্রামের মরহুম আশরাফ আলী মাষ্টারের সুযোগ্য সন্তান জনাব মোঃ সালাউর্দ্দীন আল ওয়াদুদ (বকুল), জেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসার (ডি আর ও ) নাটোর। সম্মানিত মেহমানঃ- জনাব মোঃ আলম সরদার মেসার্স উত্তরবঙ্গ ট্রেডার্স ৪১ ফ্যাশন কণ্যার, বান্দাইখাড়া, বাজার আত্রাই, নওগাঁ। বিঃদ্রঃ খাদ্য দ্রব্যের দোকান ছাড়া অন্য সকল দোকান নিষিদ্ধ। প্রকাশ থাকে যে, তাফসীর মাহফিল অনুষ্টিত হবে দানবিহীন । মহিলাদের জন্য পৃথক পদ্যাযুক্ত প্যান্ডেলের ব্যবস্থা রহিয়াছে। এ ছাড়াও ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজঃ-পাইকড়া তাওহীদ ফাউন্ডেশন। প্রচারে- পাইকড়া বড়াইকুড়ি অত্র এলাকার জন সাধারণ।