রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আত্রাই সীমানা থেকে বাগমারা সীমানা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা মেরামত না করায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে বিভিন্ন ছোট বড় যানবাহন। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি জমে যায়। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অথচ নওগাঁর আত্রাই উপজেলা ও রাজশাহীর বাগমারা উপজেলাসহ উত্তরাঞ্চল এলাকার লোকজনের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর সাথে যোগাযোগের জন্য একটি মাত্র রাস্তা ব্যবহার করতে হয়। এই গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও তা সংস্কারে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ উপজেলার কোয়ালীপাড়া গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক মোঃ ফির্দোস রহমান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় অনেক যানবাহন চলাচল করে থাকে কিন্তু সড়কটি খানাখদ্ধ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে প্রায় যানবাহন গুলো বিকল হয়ে পড়ছে। কোয়ালীপাড়া গ্রামের ও ভটখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির-উল -ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষাথী এবং সকল লোকজনসহ সর্বস্তরে জনসাধারণ যাতায়াত করে থাকেন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে প্রায় যানবাহনের চাকার পানি ছিটকে শিক্ষাথীদের সকলের পোশাক পরিছন্ন নষ্ট হয়ে যায়। এতে করে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। ভ্যান চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তায় চালাই। তাই বৃহত্তর স্বার্থে অতিদ্রুত রাস্তাটি সংস্কারের জন্য আত্রাই/রাণীনগরের উন্নয়নের রুপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি এর দৃষ্টি আকর্শন করছেন এলাকার জনসাধারণ ও সচেতন মহল।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …