একদিনে দুই সড়ক দুর্ঘটনায় আলজেরিয়ায় ২৭ জন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি হয় ভূমধ্যসাগরীয় বন্দর জিজেলে যাওয়ার প্রধান সড়কে। কনস্টান্টিন শহর থেকে জিজেল যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১৮ জন নিহত হন এবং ১১ জন গুরুতর আহত হন। নিহতের মধ্যে ৬ জনই ছিল শিশু। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সাহারা মরুভূমির মালি সীমান্তে। সেখানেও একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘাত হয়। এতে ৯ জন নিহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, আলো স্বল্পতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল