রাশিয়ার সেনাবাহিনীর তিনটি এলিট ব্রিগেড ইউক্রেনীয় বাহিনীর হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে দাবি করেছে দেশটির স্থল বাহিনীর জেনারেল ইন কমান্ড জেনারেল ওলেক্সান্ডার স্রাস্কি। রুশ এই ব্রিগেডগুলো টোনেটস্ক অঞ্চলে মোতায়েন ছিল জানিয়েছেন তিনি।
সোমবার তিনি টেলিগ্রামের মধ্যে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, তাদের সেনারা ক্লিচচিভকা এবং আন্দ্রিভকা গ্রাম দখল করেছে। বিধ্বস্ত শহর বাখমুতের কাছে অবস্থিত এ গ্রাম দু’টি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু ছিল।
এ ব্যাপারে এক বিবৃতিতে এ জেনারেল বলেছেন, বাখমুত সেকশনের লড়াইয়ে, শত্রুদের কিছু সেরা ইউনিট বিধ্বস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে যুদ্ধ করার ক্ষমতা হারিয়েছে।
ইউক্রেনীয় এ কমান্ডার যেসব ইউনিটের কথা বলছেন সেগুলো হলো, ৭২তম মোটর রাইফেল ব্রিগেড, ৩১তম ও ৮৩তম এয়ার অ্যাসাল্ট ব্রিগেড।
এ দু’টি গ্রাম দখল করা সেনাদের প্রশংসা করে জেনারেল স্রাস্কি জানিয়েছেন, তাদের সেনারা সামনে অগ্রসর হচ্ছে এবং কিছু জায়গায় রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করছে। তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর দখলকৃত এসব অঞ্চল পুনর্দখল করতে বিভিন্ন দিক থেকে পাল্টা হামলা চালাচ্ছে রুশ বাহিনী।