ইরাকে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এ ড্রোন ভূপাতিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরে তিনটি সামরিক ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও অন্যান্য আন্তর্জাতিক সেনারা রয়েছে।
ইরাকের কুর্দিস্তান কাউন্টারটেররিজম সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ অঞ্চলকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিকটস্থ সেনাঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন এ সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর ক্রমাগত হামলার মুখে পড়ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এর আগে গত ১৯ অক্টোবর গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা হয়েছে। এর মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জর এলাকায় কনোকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দুবার হামলা হয়েছে। এ হামলায় দুটি ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। দুটি ড্রোন হামলার মধ্যে একটিতে কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন। এ ছাড়া অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেনা সদস্যরা।
দুটি নিরাপত্তা সূত্র জানায়, ইরাকের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। গত ১৯ অক্টোবর ইরাকের পশ্চিমাঞ্চলের এ ঘাঁটিতে হামলা হয়। এ সময় সেখানে বেশ কয়েকেটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
দেশটির সেনাবাহিনী জানায়, হামলার পরপরই সেনাঘাঁটি এলাকা ঘিরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের এ ঘাঁটিতে মার্কিনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোর্সের অবস্থান রয়েছে।
ওই সময় পুলিশ জানায়, আইন আল আসাদ ঘাঁটি ছাড়াও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অপর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। তবে তারা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।