কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৩৪ বিজিবি এর রেজুপাড়া বিওপির একটি দল সীমান্ত থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে উখিয়ার রাজাপালং ইউপির তুলাতুলী আমবাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
বিজ্ঞাপনতবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির এই অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।