রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন বেলা ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।