গত এক যুগ ধরে ফুটবলবিশ্বকে শাসন করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। দুই মহাতারকার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খোঁজা হচ্ছে তাদের উত্তরসূরি। আর্জেন্টিনার ফুটবল তারকা গঞ্জালো হিগুয়েন মনে করেন, দুই মহাতারকার উত্তরসূরি হতে পারেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়েজিয়ান আর্লিং হলান্ড।
২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলে লা লিগায় ১৯০ ম্যাচে ১০৭ গোল করা হিগুয়েন সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, ‘নিঃসন্দেহে এমবাপ্পের মধ্যে রিয়াল মাদ্রিদকে শীর্ষে ফেরানোর সব বৈশিষ্ট্য আছে।
বিজ্ঞাপনলিও (লিওনেল মেসি) আর ক্রিশ্চিয়ানো এক পর্যায়ে তো ক্যারিয়ার শেষ করবেই। জীবনটাই তো এমন। তখন এমবাপ্পে ও হলান্ড তাদের উত্তরসূরি হবে। ‘
সম্প্রতি ১৫৬ গোল করে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকার দুই নম্বরে সুইডেনের ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচকে স্পর্শ করেন ২৩ বছর বয়সী এমবাপ্পে। ফরাসি লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ গোল ১০টি অ্যাসিস্ট করে শীর্ষে আছেন। অন্যদিকে ২০২০ সালের শুরুতে ডর্টমুন্ডে যোগ দেওয়া হলান্ড দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০ গোল করেছেন।