আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণার একপর্যায়ে নোয়াখালী-৫ আসনের প্রার্থী ঘোষণা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী-৫ আমি নিজেই। তার এ ঘোষণা শুনে সামনে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানান।
জাতীয় সংসদের ২৭২ নম্বর নির্বাচনী এলাকা নোয়াখালী- ৫ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একাই দল থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রবিবার সকাল ১০টার পর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।