Friday , April 18 2025
Breaking News

কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেঠি

২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রর সঙ্গে বিয়ের পর  ২০১২ সালে প্রথম ছেলে সন্তান ভিয়ানের জন্ম দেন শিল্পা। তবে এবার কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান এলো শিল্পা-কুন্দ্রর দাম্পত্য জীবনে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাতের এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, ‘ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সামিশা শেঠি কুন্দ্রা।’
পোস্টে সামিশা কথার অর্থও বিষদে জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ইশ্বরের মতো কেউ’। সামিশা কথার অর্থ ‘ইশ্বরের মতো কাউকে পাওয়া’।
শিল্পার ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি পাড়ার তারকারা। আর ভক্তদের শুভেচ্ছার বন্যাতে তো ভাসছেনই তিনি।
নব্বই দশকের ‘বাজিগর’ ছবির শিল্পার অভিনয় এখনো চোখে লেগে আছে ভক্তদের। ‘ধড়কন’ দিয়েও বাজিমাত করেছিলেন তিনি। তবে আজকাল আর সিনেমায় দেখা মিলে না। ব্যায়াম, টিকটক, সংসার, ব্যবসা- এইসব নিয়েই ব্যস্ততায় দিন কাটে অভিনেত্রী শিল্পা শেঠির।

SHARE

About bnews24

Check Also

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *