মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তবর্তী এলাকার সোনারাই ছড়া এলাকা থেকে পরিত্যক্ত একনলা ২টি বন্দুক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৩টায় চাম্পরায় চা বাগানের ফাঁড়ি সোনারায় চা বাগান থেকে এই দুটি বন্দুক উদ্ধার হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী সোনারায় পঁচিশের মুখ গোলটিলা জঙ্গলের ফাঁড়ি পথে কুরমা ক্যাম্পের বিজিবি হাবিলদার আবু বক্কর সিদ্দিকির নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত চৌকির টহল দিচ্ছিল। এসময় পরিত্যক্ত অবস্থায় ২টি একনলা বন্দুক পড়েছিল। পরে বন্দুক দুটি উদ্ধার করে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বন্দুক দুটি কমলগঞ্জ থানায় জমা করেন।
বিজিবি কুরমা ক্যাম্পের হাবিলদার আবুবক্কর সিদ্দিক বলেন, বন্দুক দুটি পরিত্যক্ত দেখিয়ে কমলগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)সুদীন চন্দ্র দাস বলেন, পরিত্যক্ত বন্দুক দুটি বিজিবি উদ্ধার করে থানায় জমা করার সত্যতা নিশ্চিত করেন।