Saturday , May 24 2025
Breaking News

কয়েক খন্ড মরা দেহের লাশ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়োনে গবিন্দপুর গ্রামে মোঃমাসুদ রানার কয়েক খন্ড মরা দেহের লাশ আজ রেলের ধারে পরে আছ। শেখ জাহিদ বিন আজিম। আজকে বেলা ১০টার পর তার কয়েক টুকরো শরিরের অংশ পাওয়া যায় রেলের ধারে। তার মেজ কাকা মোঃআব্দুর রাজ্জাক আমাকে বলেন ঘটনা যখন ঘটে তখন তিনি বাজারে ছিলেন। বাজার থেকে এসে দেখে এই অবস্থা। মৃতের ইস্তীরীর নাম রেসমা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক বছর আগে। মৃত ব্যক্তিরা দুই ভাই দুই বোন। তার বাবা চাচারা চার ভাই তিন বোন। মৃত ব্যক্তি আগে আরমীতে চাকরী করতো। যানা যায় সে মানষীক ভাবে অসুস্থ ছিলেন। যার কারনে তার চাকরী চলে যায়। তারপর তিনি ঢাকাতেই ড্রাইভিং এর চাকরী করতো। আমি ঘটনা স্থান থেকে আসার আগ মূহতো পযন্ত কোন ব্যবস্থা নেয় নি কেহ।

SHARE

About bnews24

Check Also

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

শেখ জাহিদ বিন আজিমঃ  রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *