করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কুয়াম শহরে ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা আইএলএনএ’র বরাতে আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।
খবরে বলা হয়, ইরানি এমপি আহমাদ আমিরাবাদি ফরহানি এই অর্ধশতাধিক মৃত্যুর কথা জানিয়েছেন। এতে সেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধারনা চেয়েও বেশি হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে এএফপির খবরে জানা গেছে, নোভেল করোনাভাইরাসে ইরানে নতুন করে আরও তিনজন মারা গেছেন। ইরান সরকারের দাবি অনুসারে দেশটিতে এই মহামারীতে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। আর আক্রান্ত হয়েছেন অন্তত ৬১ জন।
মৃত্যুর সংখ্যার দিক দিয়ে যেটা চীনের মূলভূখণ্ডের বাইরে সর্বাধিক। গত বুধবার কোভিড-১৯ ভাইরাসে প্রথম দুজনের মৃত্যুর কথা স্বীকার করে ইরান।
ইরানে ইসলাম প্রচার ও ধর্মীয় তীর্থযাত্রীদের কেন্দ্রভূমি বলা হয় কুয়াম শহরকে।