হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার ইন্সটাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিজেই এ তথ্য জানিয়েছেন ‘টয় স্টোরি’র অভিনেতা।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই অভিনেতা লিখেছেন, আমরা কিছুটা অবসাদে ভুগছি, আমাদের ঠান্ডা লেগেছে এবং শরীরে ব্যাথা আছে। স্বাস্থ্য পরীক্ষায় আমাদের করোনাভাইরাস ধরা পড়েছে।
স্ত্রীর শরীরের লক্ষণগুলো বর্ণনা করে হ্যাঙ্কস বলেন, ‘রীতার শরীরও সময় সময় ঠান্ডা হয়েছিল। সামান্য জ্বরও ছিল। এমনটা হওয়ায় বৈশ্বিক পরিস্থিতিতে আমরা দুজনেই করোনাভাইরাস পরীক্ষা করেছি। এবং এটি ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।’
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গায়ক এলভিস প্রিসলিকে নিয়ে নির্মিত একটি সিনেমার কাজে অস্ট্রেলিয়া অবস্থান করছেন হ্যাঙ্কস দম্পতি। এই সিনেমায় প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কারের ভূমিকায় অভিনয় করছেন হ্যাঙ্কস। অন্যদিকে প্রিসলির চরিত্রে দেখা যাবে অভিনেতা অস্টিনকে বাটলারকে।