Monday , December 23 2024
Breaking News

কলেজছাত্রী বাসচাপায় মৃত্যু: চালক-হেলপার রিমান্ডে

রাজধানীতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক মো. লিটন ও সহকারি মো. আবুল খায়েরের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরণিতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সে রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন।

এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। আজ দুপুরেও তাদের বিক্ষোভ করার কথা রয়েছে।

SHARE

About bnews24

Check Also

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৩০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *