কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এক সাঁড়াশি অভিযানে বিজয় (১৯), তন্ময় আহম্মেদ হৃদয় (২৩) ও মো. সুবল (৩০) নামে অটোরিক্সা ও ইজিবাইক চোর চক্রের তিন সক্রিয় সদস্য আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই চারটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাঠের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া চোর চক্রের তিন সদস্যের মধ্যে বিজয় জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের মৃত মানিকের ছেলে, তন্ময় আহম্মেদ হৃদয় কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে এবং মো. সুবল কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ কুড়েরপাড় গ্রামের মৃত মাসুম আলীর ছেলে মো. হবিল মিয়া (৩৫) র্যাবের কাছে চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার সংক্রান্ত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখে জড়িতদের অবস্থান নিশ্চিত করে র্যাব শুক্রবার রাত ১০টার দিকে এক সাঁড়াশি অভিযান চালিয়ে অটোরিক্সা ও ইজিবাইক চোরাই চক্রের তিন সক্রিয় সদস্য বিজয়, তন্ময় আহম্মেদ হৃদয় ও মো. সুবলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই চারটি অটোরিক্সা উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অটোরিক্সা ও ইজিবাইক চুরির কাজ করে আসছে বলে স্বীকার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।