জন্মদিনে সেঞ্চুরি। একজন ক্রিকেটারের জীবনে এর চাইতে বিশেষ উপলক্ষ্য হতে পারে না। এদিক থেকে ভাগ্যবান বিরাট কোহলি। আজ ৩৫তম জন্মদিনে জাতীয় দলের জার্সি গায়ে মাতালেন ভারতবাসীকে। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। ছুঁয়েছেন এই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে। রবিবার কোহলির এমন কীর্তিগাথা ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনশ’র চূড়ায় উঠেছে ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে নেমে কীর্তিমান কোহলি ব্যাট করেছেন শেষ পর্যন্ত। অপরাজিত ছিলেন ১০১ রানে। তার ১২১ বলের ইনিংসে কোনো ছক্কা ছিল না। তবে বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। কোহলির সঙ্গে ১৩৪ রানের জুটি গড়েছিলেন তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে কোহলি-শ্রেয়াসের প্রতিরোধেই শক্ত প্ল্যাটফর্ম পায় ভারত। এর আগে উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত শর্মা। ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪০ রান করা ভারতীয় অধিনায়ককে শিকার বানান কাগিসো রাবাদা। খানিকবাদে আরেক ওপেনার শুভমাল গিলকে আউট করেন কেশভ মহারাজ। ২৪ বলে ১টি করে চার-ছক্কায় ২৩ রান করেন তিনি। এরপরই দলের হাল ধরেন কোহলি ও শ্রেয়াস।
শেষদিকে সূর্যকুমার যাদব ২২ এবং রবীন্দ্র জাদেজা ২৯ রান করেন। কোহলির দিনে সবচেয়ে খরুচে বোলার ছিলেন মার্কো জ্যানসেন। ৯.৪ ওভারে ৯৪ রান দিয়েছেন এই পেসার। বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া প্রোটিয়া বোলার এখন জ্যানসেন।