গাজার আরেকটি এলাকা ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকার উত্তরাঞ্চলের শহর জাবালিয়া ঘিরে ফেলেছে। তারা এখানে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাবালিয়া গাজার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে গাজার অন্যতম বৃহত্তম শরণার্থী ক্যাম্প অবস্থিত। এ অঞ্চলে গত কয়েকদিন হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের ১৬২ ডিভিশন জাবালিয়া ঘেরাও করে রেখেছে। তারা সেখানে যুদ্ধের জন্য পুরো প্রস্তুত রয়েছে।
তারা জানিয়েছে, সেনাবাহিনীর ২১৫ আর্টিলারি রেজিমেন্ট ও বিমানবাহিনী জাবালিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে। তারা এখন সেখানে স্থল অভিযানের জন্য প্রস্তুত।
আইডিএফের দাবি, গাজার এ তিনটি টানেলে হামলা চালিয়েছে। এসব টানেলের ভেতর থেকে হামাস বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাবালিয়ার উত্তর দিকে ৫৫১তম রিজার্ভ ব্রিগেড কাজ করছে। তারা এ অঞ্চলে প্রবেশের পথ তৈরি করছে। এজন্য হামাসের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে। যুদ্ধে তারা হামাসের কয়েকজন সদস্যকে হত্যা, তাদের অস্ত্র জব্দ ও সুড়ঙ্গ ধ্বংস করেছে বলেও দাবি করেছে।
অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান গুঁড়িয়ে দিয়েছে তারা। এক রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনাবাহী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।