ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধের তিন সপ্তাহের মাথায় শনিবার তারা এই স্থল অভিযান শুরু করেছে। খবর রয়টার্সের।PauseUnmuteLoaded: 6.04%
শনিবার গভীর রাতে তেল আবিবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি যুদ্ধের দ্বিতীয় পর্যায়। আমাদের লক্ষ্য স্পষ্ট—হামাসের শাসন ও সামরিক সক্ষমতা ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা।
তিনি বলেন, ‘আমরা কেবল প্রাথমিক পর্যায়ে আছি। আমরা মাটির ওপরে ও মাটির নিচে শত্রুদের বিনাশ করব।’ একই সঙ্গে গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দীর্ঘ ও কঠিন’ হবে বলেও ইসরায়েলি সেনাদের সতর্ক করেছেন নেতানিয়াহু।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে সংগঠনটি।
হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় গাজায় ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বোমা হামলা জোরদারের পাশাপাশি গাজায় বড় ধরনের স্থল অভিযান চালাতে বেশ কয়েক দিন ধরে সীমান্তে হাজার হাজার সেনা ও রসদ জড়ো করে ইসরায়েল। গত দুই-তিন দিন যুদ্ধট্যাংক নিয়ে ইসরায়েলি পদাতিক বাহিনী গাজা উপত্যকায় সীমিতভাবে অভিযানও পরিচালনা করে। তবে এবার গাজায় আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরু করল ইসরায়েল।