গাজীপুরের শ্রীপুরে বালু বহনকারী ড্রাম ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলচালক নাহিদ মোড়ল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হন।
মঙ্গলবার উপজেলার বরমী-সাতখামাইর সড়কের চেরাগ আলী মাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ পাশের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী (ভিটিপাড়া) গ্রামের ফজর আলীর ছেলে।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান, নিহত নাহিদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ওই সড়কের চেরাগ আলী মাজার সংলগ্ন স্থানে পৌঁছলে সড়কে পড়ে থাকা সিরামিক কারখানার পিচ্ছিল মাটিতে চাকা পিছলে তারা পড়ে যান।
এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নাহিদের মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।