চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে ভারত। লোকেশ রাহুলের দলের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা করে টাইগাররা। তবে দিন শেষে নিজেদের মতো করে ইনিংসটি রাঙাতে পারেনি বাংলাদেশ। ওপেনার জাকির হাসান অভিষেকে শতক হাঁকিয়ে রেকর্ড গড়লেও হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সাকিব আল হাসানের দল। পঞ্চম দিনে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ২৪১ রান হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসেও এর আগে ৪১৩ রানের বেশি করতে পারেনি সাকিব-মুশফিকরা। এমন সমীকরণকে মাথায় রেখে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাট করতে থাকে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হাসান।
৪২ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে টাইগাররা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে অর্ধশতক তুলে নিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার। জাকির হাসান অভিষেকেই ভারতের বিপক্ষে ফিফটি তুলেছেন।এর সঙ্গে হাবিবুল বাশার সুমন ও আমিনুল ইসলাম বুলবুলের রেকর্ডেও পা রেখেছেন এই বাঁহাতি ব্যাটার।