ভারতের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল ৩০০ ফুট গভীর এক খাদে। এ দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরো ১৯ জন।
বুধবার (১৫ নভেম্বর) সকালে ভয়ংকর এ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। টাঙ্গাল এলাকায় বাসটি জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়।
স্থানীয়দের দাবি, বাসটি পুঞ্চ সেক্টর থেকে বান্দিচেরিয়ান গ্রামের দিকে যাচ্ছিল। তার মধ্যেই বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদমাধ্যমে বলেছেন, ‘ঘটনাস্থল থেকে ডোডার ডিসি হরবিন্দর সিংয়ের কাছ থেকে গোটা ঘটনা জানলাম। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ১৯ জন আহত। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।’
তিনি জানান, আহতদের ডোডা ও কিস্তওয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় এরইমধ্যে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক টুইট বার্তায় লেখা হয়েছে, ‘ডেডার বাস দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা পরিবারের মানুষজনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ উঠুন।’
এছাড়া যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও ওই টুইট বার্তায় জানানো হয়েছে। অন্যদিকে, আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।