ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়া, লিগে পয়েন্ট হারানো, লিগ জয়ের দৌঁড়ে পিছিয়ে পড়া—সব মিলিয়ে বহিষ্কৃত হন আল নাসের কোচ রুডি গার্সিয়া। ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন জেলিসিচ গার্সিয়া। তবে, আল-নাসেরে জিনেদিন জিদানকে চান রোনালদো। আর রোনালদোর চাওয়াকে গুরুত্ব দিয়ে জিদানকে মৌখিক প্রস্তাবও পাঠিয়েছে আল নাসের।
ক্রীড়াবিষয়ক জনপ্রিয় স্প্যানিশ ওয়েবসাইট মার্কা গতকাল রোববার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে দুই বছরের জন্য ১২০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব পাঠাবে আল নাসের। জিদান চুক্তিটি গ্রহণ করলে বার্ষিক ৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।
যদিও, প্রস্তাবটি জিদান গ্রহণ করবেন কি না সেটিই বড় প্রশ্ন। কারণ, রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক ফরাসি এই মহাতারকাকে পেতে চায় ইউরোপের অনেক বড় বড় ক্লাব। সেক্ষেত্রে তাদের উপেক্ষা করে ইউরোপ ছেড়ে নিচের দিকের একটি লিগে তিনি কোচিং করাবেন, এমন সম্ভাবনা খুব জোরালো নয়। অবশ্য, রোনালদো থাকাতে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনা।
জিদানের অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। দুইজনের রসায়নে রিয়াল জিতেছে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। জিদান কোচ হয়ে এলে রোলানদোর সঙ্গে বোঝাপড়া নিঃসন্দেহে দারুণ হবে, যা আল নাসেরের জন্যই ভালো।