বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি জেসমিন আরা উজ্জল আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) বিকাল ৫ টায় ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া বাজার, রায়নগর বাজার ও কুদাপাড়া মোড় এলাকায় যান। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেসমিন আরা উজ্জল জানান, রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এনামুল হক (এমপি’র) নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি এবং দল যদি ঝিকরা ইউনিয়ন বাসীকে সেবক হিসেবে কাজ করতে আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি জনগণের পাশে থেকে সকল সুবিধা ও সেবা পৌঁছে দেবো এবং ঝিকরা ইউনিয়নকে একটি মডেলে রূপান্তর করার চেষ্টা করব।
গণসংযোগকালে তাঁর সাথে, আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, শ্রমীক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন