প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। একদিকে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে সফরকারী বাংলাদেশ। অপরদিকে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে ব্যাকফুটে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সেন্ট কিটসে টস জিতে স্বাগতিকরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী (ডাব্লু), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল। ইসলাম, পারভেজ হোসেন ইমন
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, আলজারি জোসেফ, জেডেন সিলস, মারকুইনো মাইন্ডলে, আমির জাঙ্গু, আলিক আতহানা, জেদিয়া ব্লেডস।