টানা তিন জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে পৌঁছলো বাংলাদেশ। গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে সালমা বাহিনী। মঙ্গলবার স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারায় সালমারা। ডান্ডিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। বৃষ্টির বাধায় ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ১০৪/৪ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সামনে পুনঃনির্ধারিত টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রানের। আর ৪৯/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্কটিশরা।
Check Also
১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার …