Monday , December 23 2024
Breaking News

ডাকঘর স্কিমের সুদহার পুনর্বিবেচনা হবে: অর্থমন্ত্রী

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে নামিয়ে আনায় সমালোচনার মুখে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেছেন, আমরা এটা চাইনি। কিন্তু ব্যাংক খাতে সুদের হার এক অঙ্কে নিয়ে আসতে গেলে এ সম্পর্কিত সবখানে হাত দিতে হবে। তবে এ নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে- তাই ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হারের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।

বুধবার বিকালে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।

গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনে সরকার। ফলে ৩ বছরমেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার ৬ শতাংশ, যা ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় স্কিম সাধারণ মানুষের জন্য করা হয়েছিল। কিন্তু এগুলোতে বড় ধরনের অপব্যবহার হয়েছে। সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। সঞ্চয়পত্র নিয়ে দেশে কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাই এটি নিয়েও কিছু করতে পারি কিনা দেখি।

এ সময় ব্যাংকের সুদের হার প্রসঙ্গ তুলে মুস্তফা কামাল বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ব্যাংকে টাকা রাখলে এত বেশি সুদ দেয়া হয়। সরকারকে কর না দিয়ে সব মুনাফা নিয়ে যাওয়ার উদাহরণ খুব বেশি দেশে নেই। তাই আমরা ব্যাংক সুদের হার এক অঙ্কে আনার যেসব পদক্ষেপ নিয়েছি- এর মাধ্যমে বিশ্বের দেশগুলোর সঙ্গে এক জায়গায় যেতে না পারলেও কাছাকাছি যাওয়া যাবে।

SHARE

About bnews24

Check Also

১৬৫৫ টন চাল আমদানি ভারত থেকে

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৭ দিনে ভারত থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *