সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জন ঢাকায় এবং দুজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৯৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৩ জন এবং ঢাকার বাইরে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ২৬১ জন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ৭৩৬ জন এবং ঢাকার বাইরে ৫২৫ জন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ১৫৬। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬৫৪ এবং ঢাকার বাইরে সারাদেশে ৫০২।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২।