সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে স্টিলের শেডে তৈরি ভবনে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড নামে জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তল্লাশি চালিয়ে কারখানার ভেতর থেকে এক নারী ও দুই পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপনতবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একসময় ধোঁয়া বেড়ে যায় এবং আগুনের শিখা দেখা যায়। আগুন লাগার প্রায় এক ঘণ্টার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। ভেতরে আর কোনো মরদেহ আছে কি না তা তল্লাশি করে দেখা হচ্ছে।