দিনাজপুরের ফুলবাড়ীতে পরকীয়ার অপবাদ দেওয়ায় ছয় বছরের শিশুকন্যাকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লিচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর ২টায় শিশু কন্যা মরিয়ম আক্তার (৬) ও মা লাকি আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে গ্রামবাসী। এ ঘটনায় লাকি আক্তারের বাড়ির লোকজন এসে স্বামী মহরম আলীকে (৩৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান,গত সোমাবার গ্রামের আজিজুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তি মহরম আলীর বাড়ি থেকে বের হতে দেখে স্থানীয় কিছু যুবক। তারা লাকি আক্তারকে বিভিন্ন রকম প্রশ্ন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার রাতে এলাকায় বিচার বসবে।
কিন্তু বিচারে বসার আগেই ৪-৫ জন যুবক দুপুরে লাকি আক্তারের স্বামী মহরম আলীকে বাড়ির সামনে মারধর শুরু করে। এ ঘটনা দেখে লাকি আক্তার তার শিশুকন্যা মরিয়ম আক্তারকে নিয়ে ঘরের বর্গার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের লাশগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
এদিকে খবর পেয়ে লাকি আক্তারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্বামী মহরম আলীকে মারধর করে বেঁধে রাখে।
পরে পুলিশ পৌঁছালে তাদের হাতে তুলে দেয়।
ঘটনার পর থেকে আজিজুল ইসলাম ও স্বামী মহরম আলীকে মারধরকারী যুবকরা পলাতক রয়েছে।
ইউপি সদস্য সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে এসে জানলাম আজ মঙ্গলবার রাতে গ্রামবাসী বিচারে বসার সময় নির্ধারণ করেছিল। তার আগেই অপবাদ সইতে না পেরে লাকি আক্তার তার মেয়েকে নিয়ে একসঙ্গে এক রশিতে আত্মহত্যা করেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, যেন প্রকৃত ঘটনা কী তা বেরিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। স্বামী মহরম আলীকে আটক করা হয়েছে।’