রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০২০ আপডেট টাইমঃ ৮ টা ২০ মিনিট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগমারার হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা আ.লীগের সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু।
জাকিরুল ইসলাম সান্টু বলেন, “বাগমারায় ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।
“আমার প্রত্যাশা, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”
দুর্গাপূজা উপলক্ষে এক বাণীতে সান্টু বলেছেন, “শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।”