আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর ম্যাচেই নজর কেড়েছেন মোহাম্মদ নাইম শেখ। দিল্লি জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেকে ২৮ বলে করেন ২১ রান তিনি।
বৃহস্পতিবার রাজকোটে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে অসাধারণ ব্যাটিং করে ৬০ রানের জুটি গড়েন নাইম। এদিন ৩১ বলে ৫টি চারের সাহায্যে ৩৬ রান করে ফেরেন নাইম। তার বিদায়ে ৮৩ রানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।
আগের ম্যাচে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে জয় উপহার দেয়া মুশফিকুর রহিম। এদিন সুবিধা করতে পারেননি। ৬ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন লিটন!
ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী স্ট্যাম্পিং করায় আউট হয়েও অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন লিটন কুমার দাস।
ভারতের বিপক্ষে দলীয় ৪৩ রানেই আউট হয়ে সাজঘরে ফেরার কথা ছিল লিটনের। ব্যক্তিগত ১৭ রানে যুজবেন্দ্র চাহালের লেগ স্পিন বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন লিটন।
কিন্তু ভারতীয় তরুণ উইকেটকিপার রিশব প্যান্ট, চাহালের করা বলটি স্ট্যাম্প পার হওয়ার আগেই গ্ল্যাভসবন্ধি করে স্ট্যাম্পে ভেঙে দেন। ক্রিকেটীয় আইনের পরিপন্থি স্ট্যাম্পিং করায় ফিল্ড আম্পায়ার রিভিউ দেখে লিটনকে নট আউটের সিদ্ধান্ত দেন। যে কারণে নিশ্চিত আউট থেকে বেঁচে যান লিটন।
এরপর রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে দ্বিতীয়বার লাইফ পান তিনি। কিন্তু দুইদফা জীবন পেয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ হন জাতীয় দলের এ ওপেনার। আগের ম্যাচে ৭ রানে আউট হওয়া লিটন এদিন ফেরেন ২১ বলে ২৯ রান করে। তার বিদায়ে ৭.২ ওভারে দলীয় ৬০ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের।