Wednesday , April 23 2025
Breaking News

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ৫ হাজার ৩৪৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনা ও রুপার নতুন দর কার্যকর হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবার সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ক্যাটাগরি অনুযায়ী দাম বেড়ে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮৪৬ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

SHARE

About bnews24

Check Also

স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলাদেশের স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে চীন ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *