জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, আমরা এক নম্বর টেস্ট দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জ আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগায়। আমরা দোয়া চাই, শুধু দলের জন্য নয়, সাকিবের জন্যও। আমরা ওর পাশে আছি।
বুধবার ভারত সফরে যাওয়ার আগে বিমানবন্দরে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক বলেন, সাকিবের বিকল্প নেই, অবশ্যই তাকে মিস করব। সে আমাদের এক নম্বর খেলোয়াড়। তার জায়গায় যারা এসেছে, তাদের জন্য এটা বড় সুযোগ।
জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, সাকিব যদি চোটে পড়তো, নিশ্চয়ই কেউ তার জায়গায় আসতো। ব্যাপারটা এভাবে দেখলেই আমাদের ভালো হয়। ক্রিকেটে কেউ কোনও কিছুর নিশ্চয়তা দিতে পারবে না। ভালো ফল পেলে এসব পেছনে পড়ে যাবে।
ভারত সফরে আগামী ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে মুশফিকদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বরে নাগপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর কলকাতায়।