Friday , April 18 2025
Breaking News

দ্বিতীয় রাউন্ডে জাপান

ফিফা নারী বিশ্বকাপের শিরোপা উদ্ধারের মিশনে দারুণ ছন্দে এগিয়ে চলছে জাপান। ২০১১ সালের চ্যাম্পিয়নরা পরপর দুই ম্যাচ জিতে শেষ ষোলয় খেলা নিশ্চিত করেছে। বুধবার দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। একই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেনও। এই দুই দলের ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হবে কারা।

নারী বিশ্বকাপে জাপানের মতো শক্তিশালী নয় স্পেন। তবে ইউরোপের দেশটি সর্বশেষ আসরের নকআউট পর্বে উঠে নিজেদের আগমনী বার্তা জানিয়েছিল। পরপর দুই আসরেই তারা উঠে গেলো নকাউট পর্বে। তৃতীয় অংশগ্রহণে স্পেন আরো ওপরে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে নাজেহাল করে।

জাম্বিয়ার জালে ৫ গোল দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জাপান। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে, দুটি গোলই ছিল দুর্দান্ত।

২৫ মিনিটে বাম দিক দিয়ে বক্সে ঢুকে হিকারু নামোতো কোনাকুনি শটে পরাস্ত করেন কোস্টারিকান গোলরক্ষককে। দুই মিনিট পর আওবা ফুজিনো ডান দিক দিয়ে ঢুকে গোললাইনের কাছ থেকে দুরহ অ্যাঙ্গেলে শট নিয়েছিলেন কোস্টারিকার পোস্টে। গোলরক্ষকের হাত ও পোস্টের মাঝ দিয়ে যেভাবে বলটি জালে জড়িয়েছে তা চোখ জুড়িয়ে দেওয়ার মতো।

২-০ এগিয়ে গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেও ব্যবধান আর বাড়াতে পারেনি জাপান। নিজেরা জিতে দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে অপেক্ষায় ছিল স্পেন ও জাম্বিয়ার ম্যাচের জন্য। ওই ম্যাচে স্পেন ৫-০ গোলে জিতলে দুই দলের পুরোপুরি নিশ্চিত হয়ে যায় পরের রাউন্ডের টিকিট।

SHARE

About bnews24

Check Also

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *