Friday , April 18 2025
Breaking News

নতুন রূপে মিথিলা

ঝটিকা সফরে স্বামী সৃজিতের সঙ্গে ঢাকায় এসে ফের কলকাতা চলে গেছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সেখানেই স্বামী ও মেয়ে আয়রাকে নিয়ে থাকছেন তিনি। দেশে না থাকার ফলে গেল ভালোবাসা দিবসে কোনো নাটক কিংবা টেলিছবিতেও দেখা মেলেনি মিথিলার। তবে এবার নতুন রূপে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। রাজনীতিবিদ মিথিলার দেখা মিলবে সামনে। তবে সেটা পর্দায়। তার ইঙ্গিত সম্প্রতি দিলেন মিথিলা। ইতিবাচক রাজনীতির পথ দেখাবেন তিনি।সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। আর এই ঘোষণাটি মূলত মিথিলার নতুন একটি ওয়েব সিরিজকে ঘিরে। যেটি খুব শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম জিফাইভে। ওয়েব সিরিজটির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন মিথিলা। যাতে দেখা যাচ্ছে, এক হাত উঁচু করে একজন রাজনৈতিক নেত্রী রূপে তিনি। উপরে বড় করে লেখা, কে এই রুমানা?’ নিচে লেখা, রাফিয়াথ রশিদ মিথিলা শিগগিরই আসছেন বছরের সবচেয়ে বড় বাংলা অ্যাকশন-থ্রিলার নিয়ে। এই পোস্টারটি ইতিমধ্যে আলোচনায় নিয়ে এসেছে মিথিলাকে। কারণ এর আগে রোমান্টিক চরিত্রেই দেখা গেছে তাকে। বিভিন্ন নাটক ও টেলিছবিতে রোমান্টিক ইমেজে বেশ সফলও তিনি। তবে এবারই নিজেকে ভেঙে পর্দায় হাজির হচ্ছেন রাজনীতিবিদ হিসেবে। পোস্টারটি প্রকাশের পর থেকে মিথিলা ভক্তদের মাঝেও বেশ আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। পোস্টারটি পোস্ট করে মিথিলা লিখেছেন, নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ ক’জনে করে! কে এই রুমানা? জানতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফরম জিফাইভে।

SHARE

About bnews24

Check Also

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *