Monday , April 21 2025
Breaking News

নবাবগঞ্জে ২৫০ জন ও দোহারে ৯২ জন হোম কোয়ারেন্টাইনে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ২৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদের মধ্যে রয়েছেন ইতালিফেরত ৮ জন, বাকিরা সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচের দেশ থেকে আসা। করোনাভাইরাস আক্রমণ থেকে রক্ষার্থে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে এদের মধ্যে এখনো পর্যন্ত কারো মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের পুলিশ নজরদারি রাখছে। নির্দেশ অমান্যকারী ও অপ-প্রচার চালালে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপর দিকে, দোহার উপজেলায় বিদেশ ফেরত ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ তথ্য  নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. মো. জসিম উদ্দীন।

তিনি জানান, এদের মধ্যে এখনো পর্যন্ত কারো মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।

দোহার থানার (ওসি) তদন্ত আরাফাত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন মিলে বিদেশ ফেরতদের চিহ্নিত করছে। কোয়ারেন্টাইনে থাকাদের পুলিশ বিশেষ নজরদারিতে রাখছে। নির্দেশ অমান্যকারী ও অপ-প্রচার চালালে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

SHARE

About bnews24

Check Also

তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *