Monday , December 23 2024
Breaking News

নূরুল ইসলাম ঠান্ডু ও আকতার জাহান আ.লীগের সদস্য নির্বাচিত হওয়ায় জাকিরুল ইসলাম সান্টুর অভিনন্দন

রেজাউল করিম বাগমারা(রাজশাহী) প্রতিনিধিঃ আওয়ামী লীগের ঘোষিত পুর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে প্রবীণ রাজনীতিবিত নূরুল ইসলাম ঠান্ডু ও আকতার জাহান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম (সান্টু) । এক অভিনন্দন বার্তায় এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম সান্টু বলেন. নবগঠিত এই কমিটির মাধ্যমে আওয়ামীলীগের সাংগঠনিক জোয়ার সৃষ্টি হবে। দেশের উন্নয়নে প্রতিটি আনাচে- কানাচে ছড়িয়ে পড়বেন নেতা-কর্মীরা।  নতুন কমিটির ফলে আরও উজ্জীবিত হবে তারা। দেশের প্রাচীন রাজনীতিক সংগঠণ হিসেবে আওয়ামীলীগের কাছে মানুষের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা পূরণে এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশা করেন তিনি। এর আগে আওয়ামী লীগের নবগঠিত পূর্ণার্ঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯ টার পর আওয়ামীলীগের ধানমন্ডির রাজনীতিক কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্তী ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন রাজশাহীর নূরুল ইসলাম ঠান্ডু ও সাবেক এমপি আকতার জাহান। তারা দুইজনই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন।  প্রসঙ্গত  ২১ ডিসেম্বর অনুষ্টিত আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নবম বারের মতো -সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ব জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে পুর্নরায় নির্বাচিত হন সড়ক পরিবহণ ও সেতুমন্তী ওবায়দুল কাদের এমপি।

SHARE

About bnews24

Check Also

বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *