Monday , April 21 2025
Breaking News

নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর পক্ষ থেকে সম্মাননা উপহার নিচ্ছেন নিউজফেয়ারের সম্পাদক টি.এ.কে আজাদ

আজকে সন্ধায় ৭ ঘটিকায় নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর  একটি ব্যাবসায়ীক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন নিউজ ফেয়ার পত্রিকা এবং ওয়ার্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান ও সম্পাদক জনাব টি.এ.কে. আজাদ, নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর ডিরেক্টর মোঃ ফেরদাউস রহমান, নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর প্রতিনিধি মোঃ মতিউর রহমান এবং সাগরিকা বৈদ্য।

এই ব্যাবসায়ীক সভায় নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর ব্যাবসায়ীক অগ্রগতি কীভাবে বাড়ানো যায় সে সম্পর্কিত বিভিন্ন মতামত ব্যক্ত করেন টি.এ.কে. আজাদ ও মোঃ ফেরদাউস রহমান।

সভা শেষে নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর পক্ষ থেকে সম্মাননা উপহার দেওয়া হয়েছে নিউজ ফেয়ারের সম্পাদক টি.এ.কে আজাদ কে।

উল্লেখ্য যে, নেওলাইফ গ্লোবাল (প্রাঃ) লিঃ এর পন্য গুলো সুস্বাস্থ্য রক্ষার এক অন্যতম হাতিয়ার এরই পরিপেক্ষিতে স্বাস্থ্য সেবায় এক অনন্য অবদানের জন্য এই সকল স্বাস্থ্যসম্মত পন্য গুলো জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও স্বর্ণ পদক পেয়েছে।

SHARE

About bnews24

Check Also

তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *